EIIN : 104845
College Code : CTGB-3575, NU-4324 Lalanagar, Rangunia, Chittagong; 01819333909, 01812342702, 01309104845
উত্তর রাঙ্গুনীয়া ডিগ্রি কলেজ Uttar Rangunia Degree College Lalanagar, Dhamirhat, Rangunia, Chittagong
01819333909, 01812342702, 01309104845; urcollege@yahoo.com
President Message


    সভাপতির বাণি

    চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চল রাঙ্গুঁনীয়ার উত্তরাঞ্চলে ঘণজনবসতিপূর্ণ এলাকায় বিগত ১৯৮৩ সনে প্রতিষ্ঠিত হয় উত্তর রাঙ্গুঁনীয়া কলেজ । শিক্ষা ও সংস্কৃতি যোগাযোগ ব্যবস্থায় যখন এলাকার জনগণ অবহেলিত বিশেষ করে নারীরা ছিল অনেক পেছনে। তখন এতদঞ্চলে জ্ঞানের প্রসারে এগিয়ে এসেছেন এলাকার কয়েকজন শিক্ষাণুরাগি সমাজকর্মী বিশিষ্টগুণি ব্যক্তি যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের এ উত্তর রাঙ্গুঁনীয়া ডিগ্রি কলেজ । ১৯৮৩ সনে উচ্চ মাধ্যমিক হিসাবে প্রতিষ্ঠিত এ কলেজ ১৯৮৭ সনে তৎকালীন কুমিল্লা শিক্ষা বোর্ড হতে স্বীকৃতি লাভ করে, ১৯৯৩ সনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র চালু হয় এবং ১৯৯৪সনে জানুয়ারিতে এম.পি. ভূক্তিহয়।১৯৯৫ সনেএডিশনাল ডি.আই.জি (পুলিশ) জনাব নুরুল আলম এর একক প্রচেষ্টায় কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রি পর্যায়ে উন্নিত হয় এবং ১৯৯৭ সনে প্রথম ডিগ্রি পরীক্ষা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। বর্তমান অত্র কলেজটি রাঙ্গুঁনীয়ার একটি অন্যতম কলেজ হিসেবে খ্যাতি অর্জন করেছে। অন্যান্য কলেজের তুলনায় লেখা পড়ার মানঅনেক উন্নত হয়েছে। আজ কলেজটি ডিজিটাল পর্যায়ে উন্নীত হতে যাচ্ছে যা আনন্দের বিষয়। আমি মনে করি অতিসত্বর অত্র কলেজ বিশ্ববিদ্যালয় কলেজে উন্নীত হবে। শিক্ষার প্রচার ও প্রসারে কলেজটি একটি উজ্জ্বল নক্ষত্রের মত আলো ছড়াবে।


    সভাপতি কলেজ গভর্নিং বডি