| Date | Notice Subject | Attachment |
|---|---|---|
| 08/22/2015 | একাদশ শ্রেণীর মুল্যায়ন ও দ্বাদশ শ্রেণীর প্রাক নিবাচনী |
|
President Name
সভাপতির বাণি
চট্টগ্রামের
প্রত্যন্ত অঞ্চল রাঙ্গুঁনীয়ার উত্তরাঞ্চলে ঘণজনবসতিপূর্ণ এলাকায় বিগত ১৯৮৩ সনে
প্রতিষ্ঠিত হয় উত্তর রাঙ্গুঁনীয়া কলেজ । শিক্ষা ও সংস্কৃতি যোগাযোগ ব্যবস্থায় যখন
এলাকার জনগণ অবহেলিত বিশেষ করে নারীরা ছিল অনেক পেছনে। তখন এতদঞ্চলে জ্ঞানের প্রসারে
এগিয়ে এসেছেন এলাকার কয়েকজন শিক্ষাণুরাগি সমাজকর্মী বিশিষ্টগুণি ব্যক্তি যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল
আজকের এ উত্তর রাঙ্গুঁনীয়া ডিগ্রি কলেজ । ১৯৮৩ সনে উচ্চ মাধ্যমিক হিসাবে
প্রতিষ্ঠিত এ কলেজ ১৯৮৭ সনে তৎকালীন কুমিল্লা শিক্ষা বোর্ড হতে স্বীকৃতি লাভ করে,
১৯৯৩ সনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র চালু হয় এবং ১৯৯৪সনে জানুয়ারিতে এম.পি.
ভূক্তিহয়।১৯৯৫ সনেএডিশনাল ডি.আই.জি (পুলিশ) জনাব নুরুল আলম এর একক প্রচেষ্টায় কলেজটি জাতীয়
বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রি পর্যায়ে উন্নিত হয় এবং ১৯৯৭ সনে প্রথম ডিগ্রি পরীক্ষা
কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। বর্তমান অত্র কলেজটি রাঙ্গুঁনীয়ার একটি অন্যতম কলেজ হিসেবে
খ্যাতি অর্জন করেছে। অন্যান্য কলেজের তুলনায় লেখা পড়ার মানঅনেক উন্নত হয়েছে। আজ কলেজটি ডিজিটাল পর্যায়ে
উন্নীত হতে যাচ্ছে যা আনন্দের বিষয়। আমি মনে করি অতিসত্বর অত্র কলেজ বিশ্ববিদ্যালয়
কলেজে উন্নীত হবে। শিক্ষার প্রচার ও প্রসারে কলেজটি একটি উজ্জ্বল নক্ষত্রের মত আলো
ছড়াবে।
সভাপতি
কলেজ গভর্নিং বডি
Principal Name
অধ্যক্ষের বাণি
রাঙ্গুঁনীয়ার উত্তরাঞ্চলে ১৯৮৩ সনে প্রতিষ্ঠিত আপামর জনসাধারণের আশার প্রদীপ উত্তর রাঙ্গুানীয়া কলেজ। এলাকারসর্বসস্তরের জনগণের সার্বিক সহযোগীতায় কয়জন বিদ্যোৎসাহী সমাজকর্মী বিশিষ্ট ব্যক্তির উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এ কলেজ।
এলাকার সর্বস্তরের মানুষের প্রচেষ্টায় ধাপে ধাপে কলেজটি ডিগ্রি পর্যায়ে উন্নীত হয়। কলেজটিতে সমৃদ্ধিশালী পাঠাগার ল্যাব,অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকমন্ডলী, শিক্ষার মানোন্নয়নের ফলে রাঙ্গুনীয়ার নয়টি কলেজের মধ্যে অন্যতম স্থান অধিকার করছে। অত্র কলেজের প্রক্তান শিক্ষার্থীরা আজ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ভিন্ন ভিন্ন পেশায় কর্মরত থেকে দেশের উন্নয়নের অবদান রাখছে। কলেজের গভর্নিং বডির সদস্য, শিক্ষক,কর্মচারীগণের আন্তরিক প্রচেষ্টায়অত্র কলেজটিঅনেকদুর এগিয়েছে। বর্তমান বাংলাদেশে সরকারের ডিজিটাল পর্যায়ে উন্নীত করার ঘোষনায় অত্র কলেজটি ও ডিজিটাল পর্যায়ে উন্নীত হয়েছে। এলাকার শিক্ষার প্রদীপ জ্বালিয়ে এ কলেজটি রাঙ্গুঁনীয়া তথা চট্টগ্রামজেলার শিক্ষার প্রসারে অবদান রেখে যাচ্ছে।
আমি মনে করি আগামীতে এলাকার আপামর জনগণের সহযোগিতায় অত্র কলেজ আরো উন্নতি লাভ করবে।
অধ্যক্ষ
উত্তর
রাঙ্গুঁনীয়া ডিগ্রি কলেজ, চট্টগ্রাম।
Welcome To Our College
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহঃ | শুক্র | শনি |
|---|

