EIIN : 104845
College Code : CTGB-3575, NU-4324 Lalanagar, Rangunia, Chittagong; 01819333909, 01812342702, 01309104845
উত্তর রাঙ্গুনীয়া ডিগ্রি কলেজ Uttar Rangunia Degree College Lalanagar, Dhamirhat, Rangunia, Chittagong
01819333909, 01812342702, 01309104845; urcollege@yahoo.com
Principal Message


    অধ্যক্ষের বাণি

    রাঙ্গুঁনীয়ার উত্তরাঞ্চলে ১৯৮৩ সনে প্রতিষ্ঠিত আপামর জনসাধারণের আশার প্রদীপ উত্তর রাঙ্গুানীয়া কলেজ। এলাকারসর্বসস্তরের জনগণের সার্বিক সহযোগীতায় কয়জন বিদ্যোৎসাহী সমাজকর্মী বিশিষ্ট ব্যক্তির উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এ কলেজ।

    এলাকার সর্বস্তরের মানুষের প্রচেষ্টায় ধাপে ধাপে কলেজটি ডিগ্রি পর্যায়ে উন্নীত হয়। কলেজটিতে সমৃদ্ধিশালী পাঠাগার ল্যাব,অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকমন্ডলী, শিক্ষার মানোন্নয়নের ফলে রাঙ্গুনীয়ার নয়টি কলেজের মধ্যে অন্যতম স্থান অধিকার করছে। অত্র কলেজের প্রক্তান শিক্ষার্থীরা আজ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ভিন্ন ভিন্ন পেশায় কর্মরত থেকে দেশের উন্নয়নের অবদান রাখছে। কলেজের গভর্নিং বডির সদস্য, শিক্ষক,কর্মচারীগণের আন্তরিক প্রচেষ্টায়অত্র কলেজটিঅনেকদুর এগিয়েছে। বর্তমান বাংলাদেশে সরকারের ডিজিটাল পর্যায়ে উন্নীত করার ঘোষনায় অত্র কলেজটি ও ডিজিটাল পর্যায়ে উন্নীত হয়েছে। এলাকার শিক্ষার প্রদীপ জ্বালিয়ে এ কলেজটি রাঙ্গুঁনীয়া তথা চট্টগ্রামজেলার শিক্ষার প্রসারে অবদান রেখে যাচ্ছে।

    আমি মনে করি আগামীতে এলাকার আপামর জনগণের সহযোগিতায় অত্র কলেজ আরো উন্নতি লাভ করবে।


    অধ্যক্ষ

    উত্তর রাঙ্গুঁনীয়া ডিগ্রি কলেজ, চট্টগ্রাম।